রোজা সহজ হোক, কবুল হোক প্রার্থনা: স্পর্শিয়া

  02-03-2025 08:04PM

পিএনএস ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অর্চিতা স্পর্শিয়া পবিত্র রমজান উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উল্লেখ করেছেন, ‘রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক।’

অর্চিতা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রমজান হল আত্মা, মন ও শরীরকে পরিশুদ্ধ করার মাস। আপনার রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক এবং হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হোক। রমজান মোবারক।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেনের ভাষ্য, ‘রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজনের কথায়, ‘দোয়া এবং ভালোবাসা রইলো রামাদান মুবারাক।’

প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন