ওমান উপকূলে ট্যাঙ্কারডুবি, ১৩ ভারতীয় নিখোঁজ

  17-07-2024 09:57AM

পিএনএস ডেস্ক: ১৬ জন নাবিকসহ ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কার ডুবে গেছে। ১৬ জন নাবিকের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার ডুবে যাওয়ার পর থেকেই নিখোঁজ সবাই।

তাদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কারও খোঁজ মেলেনি। ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে এটি।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তাও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়েরা ছাড়াও চার জন শ্রীলঙ্কান ছিলেন।

অন্যদিকে ওমানে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। জানা গেছে, তাদের মধ্যে চারজন পাকিস্তানি ও একজন ভারতীয় রয়েছেন। তবে তিন হামলাকারীও নিহত হয়েছেন।

ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ ব্যক্তির পাশাপাশি হামলায় এক পুলিশও শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন