পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে পৃথিবীর বৃহত্তম বন্দি কুমির ক্যাসিয়াস মারা গেছে। তার দৈর্ঘ্য ছিল ৫ দশমিক ৪৮ মিটার (১৮ ফুট)। ধারণা করা হয়, কুমিরটির বয়স ছিল ১১০ বছরেরও বেশি।
মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট শনিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, গত ১৫ অক্টোবর থেকে ক্যাসিয়াসের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। অভয়ারণ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সে অনেক বয়স্ক ছিল এবং মনে করা হয়, অন্যান্য বন্য কুমিরের তুলনায় ক্যাসিয়াস অনেক বেশিদিন বেঁচে ছিল।
অভয়ারণ্যের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ক্যাসিয়াস ১৯৮৭ সালে নর্দার্ন টেরিটরির কাছ থেকে স্থানান্তরিত হয়ে এই অভয়ারণ্যে আসে, যেখানে কুমির পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির ছিল। নিজের দানবাকার গঠনের জন্য সবচেয়ে বড় বন্দি কুমির হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও পেয়েছিল সে।
২০১৩ সালে ফিলিপাইনের লোলং কুমিরের মৃত্যুর পর ক্যাসিয়াস এই খেতাব পায়। লোলংয়ের দৈর্ঘ্য ছিল ৬ দশমিক ১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)।
ক্যাসিয়াসের মৃত্যুতে অভয়ারণ্যের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়েছে, কুমিরটিকে গভীরভাবে মিস করা হবে। কিন্তু আমাদের ভালোবাসা ও তার স্মৃতিতে আমাদের হৃদয়ে অটুট থাকবে।
পিএনএস/রাশেদুল আলম
মারা গেলো বিশ্বের সবচেয়ে বড় বন্দি কুমির, বয়স ১১০ বছরের বেশি
03-11-2024 01:12PM