পিএনএস ডেস্ক: আকাশচুম্বি ভবন, জাদুঘর ও বিমানবন্দরের টার্মিনালকে পেছনে ফেলে ‘বিশ্বের সেরা নতুন ভবন ২০২৪’ খেতাব পেয়েছে অস্ট্রেলিয়ার একটি স্কুল।
সিডনির চিপানডেলে উপশহরের ডার্লিংটন পাবলিক স্কুলটি ২২০টি ভবনকে টপকে সেরার খেতাব জিতেছে। হাজার হাজার ভবন থেকে ২২০টি ভবনকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। সেখান থেকে এই স্কুলটিকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সিঙ্গাপুরে ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভালে সেরা হিসেবে স্কুলটির নাম ঘোষণা করা হয়।
গত গ্রীষ্মে স্কুলটি খোলা হয়। এটি কৌণিক ইট দিয়ে তৈরি একটি ক্যাম্পাস। এটির ছাদটি দেখতে কড়াতের দাঁতের মতো। বাইরে আছে পর্যাপ্ত খোলা জায়গা। যার মধ্যে রয়েছে একিট বাস্কেটবল কোর্টও। এছাড়া এটির বাইরের অংশে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে লোহার স্ক্রিন। যার মাধ্যমে স্কুলটিতে দিনের আলো ও বাতাস প্রবেশ করতে পারে। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রাইভেসিও নিশ্চিত করে।
স্কুলটি প্রথম তৈরি করা হয় ১৯৭০ সালে। তবে ভবন পুরোনো হয়ে যাওয়ায় নতুন করে এটি আবার তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে। পুরোনো স্কুলটির ছোঁয়া রেখে নতুন ভবনটি তৈরি করা হয়েছে। তবে এতে নিশ্চিত করা হয়েছে শিক্ষার সমসাময়িক পরিবেশ। এটি তৈরি করেছে এফজেসিস্টুডিও নামের একটি নির্মাণ ফার্ম। তারা ভবনটিতে অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষের ছোঁয়াও রেখেছে।
নতুন এ স্কুল ভবনটিতে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। পুরাতন স্কুলের জায়গায় নতুন স্কুলটি তৈরি করা হয়েছে দুই ধাপে। এ কারণে ক্লাস চালিয়ে নেওয়াতে কোনো সমস্যা হয়নি।
পিএনএস/রাশেদুল আলম
বিশ্বের সেরা নতুন ভবনের খেতাব পেলো এক স্কুল
09-11-2024 09:44PM