ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  08-01-2025 01:05PM

পিএনএস ডেস্ক: মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো. জাবেদ নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

শিশু জাবেদ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বিল্লাল হোসেন ও তাসলিমা দম্পতির ছেলে।

স্বজনরা জানান, গত ১১ দিন আগে শিশু জাবেদে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলের দিকে শিশু জাবেদের মা তাসলিমা তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে ধান গোলানোর কাজ করছিলেন। এর মধ্যে শিশু জাবেদ বাড়ির সবার অগোচরে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ধান গোলানো শেষে শিশু জাবেদকে ঘরে গিয়ে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে বসতঘরের পাশের পুকুরে গিয়ে দেখা যায় জাবেদ পুকুরের পানিতে ভাসছে। পরে পুকুর থেকে জাবেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন