পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

  08-01-2025 10:01AM

পিএনএস ডেস্ক: ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। দাবানলে ইতিমধ্যেই ১২০০ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে।

আগুনে ভস্মীভূত হয়েছে বহু বাড়িঘর, গাড়ি। ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। আগুনের হুমকির মুখে বহু ভবন।

জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১২০০ একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবানল আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন