সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  08-01-2025 01:02PM


পিএনএস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বড়উঠান ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম ডাকপাড়া গ্রামের পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু আকিব ডাকপাড়া এলাকার পাঠান বাড়ির সিএনজি চালক শাহরিয়ার রুবেলের ছেলে।

সকালের দিকে শিশুটি সবার অগোচরে ঘরের পাশের একটি নির্মানাধীণ সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা শিশুটিকে অনেক সময় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন