পিএনএস ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নে সক্ষম হবে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেন দাবি করেছেন, তিনি মনে করেন যে তার প্রশাসন একটি জিম্মি চুক্তি সুরক্ষিত করতে সক্ষম হবে। তবে চুক্তিতে পৌঁছাতে এখনও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছেন তিনি।
জিম্মি আলোচনা বিষয়ে জিজ্ঞাসা করা হলে, বাইডেন বিস্তারিত জানাতে সতর্ক ছিলেন। তবে তিনি বলেন, আমরা কিছু সত্যিকারের অগ্রগতি করছি। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন আলোচকদের সঙ্গে কথা হয়েছে।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে হামাস ও ইসরাইলের মধ্যে। তবে এখনও দু’পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। শুরু থেকেই প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে দায়ী করে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু সিনওয়ারের মৃত্যুর কয়েকমাস পরও, ইসরাইলি প্রশাসন যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
পিএনএস/আনোয়ার
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে হামাসের কাঁধে দায় চাপালেন বাইডেন
10-01-2025 10:18AM