দিল্লিতে চলছে ভোট গণনা, এগিয়ে আছে বিজেপি

  08-02-2025 12:46PM


পিএনএস ডেস্ক: ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত আম আদমি পার্টি (এএপি) থেকে এগিয়ে আছে বিজেপি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনডিটিভির সরাসরি আপডেট অনুসারে, ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে, গত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল আম আদম পার্টি (এএপি) এগিয়ে আছে ২১টি আসনে। এছাড়া কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।

প্রতিবেদনে বলা হয়, অরবিন্দ কেজরিওয়াল চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন বলেও এএপি আশাবাদী। তবে কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া এবং মুখ্যমন্ত্রী অতীশিসহ দলটির শীর্ষ নেতারা তাদের নিজ নিজ আসন থেকে পিছিয়ে রয়েছেন। তিনি নির্বাচনে বিজেপির পারভেশ ভার্মা থেকে পিছিয়ে আছেন।

অপরদিকে, দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী সিসোদিয়া জংপুরা থেকে পিছিয়ে রয়েছেন। কালকাজি থেকে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে আছে।

প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে এএপি ৬২ আসনে জয় লাভ করেছিল। এছাড়া, বিজেপি পেয়েছিল ৮টিতে জয়। আর কংগ্রেস কোনো আসনে জয় লাভ করতে পারেনি।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন