চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগের ২০ জন গ্রেপ্তার

  08-02-2025 05:14PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে গত ২৪ ঘণ্টা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন থানাগুলোতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন– মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), মো. আরাফাত রহমান (২৪), মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫) মো. কায়েস (২২), আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) ও রাসেল আহমেদ (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিদের সিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন