পিএনএস ডেস্ক: সমালোচনার পরও গাজা পরিকল্পনা থেকে সরলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর করে গাজার দখল ও পুনর্নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে তার তাড়া নেই।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এতে কোনো তাড়াহুড়ো করছি না।’
গাজা উপত্যকা পুনর্নির্মাণের সময় মিশর ও জর্ডানে ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার ট্রাম্পের প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে কায়রো ও আম্মান।
এর আগে, গত মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র গাজা দখল করে একে পুনর্গঠিত করার প্রস্তাব দিয়েছিল। এজন্য গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসিত করার কথাও বলেন ট্রাম্প।
যদিও ওয়াশিংটন এবং জেরুজালেমের মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের এই পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছে। তারপরও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই প্রস্তাব খুব ভালোভাবে গৃহীত হয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘মূলত যুক্তরাষ্ট্র এটিকে একটি রিয়েল এস্টেট লেনদেন হিসাবে দেখবে যেখানে আমরা বিশ্বের সেই অংশে বিনিয়োগকারী হব।’ সূত্র : দ্য টাইমস অব ইসরাইল।
এসএস
গাজা পরিকল্পনা বাস্তবায়নে কোনো তাড়াহুড়ো নেই: ট্রাম্প
08-02-2025 05:31PM
![](/static/image/upload/news/2025/02/08/bf1a743f1aba2812f58c8fd836875906_5.jpg?w=550&h=350)