পিএনএস ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী এক তরুণী মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে, যখন এই তরুণী বিয়ের 'গায়ে হলুদ' অনুষ্ঠানে নাচছিলেন এবং উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন অতিথি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইন্দোরের বাসিন্দা পরিনিতা জৈন চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে বিদিশা জেলার একটি রিসোর্টে এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, "লেহরা কে বলখা কে" গানটির তালে নাচার সময় হঠাৎ মঞ্চে ঢলে পড়েন পরিনিতা।
পরিবারের সদস্যরা, যারা ডাক্তারও ছিলেন, দ্রুত তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি আর সাড়া দেননি। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
পরিনিতা জৈন এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন এবং তিনি দক্ষিণ তুকোগঞ্জে তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। হৃদরোগের ইতিহাসও তার পরিবারে ছিল। জানা গেছে, তার ছোট ভাইও ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।
এই চাঞ্চল্যকর ঘটনা প্রথম নয়। এর আগেও মধ্যপ্রদেশে এমন মৃত্যু ঘটেছিল। গত বছরের অক্টোবরে আগর-মালওয়া জেলায় ১৫ বছর বয়সী এক ছেলে ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এছাড়াও, ইন্দোরে একটি যোগ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে গিয়ে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
পিএনএস/এএ
বিয়েতে নাচতে নাচতে হার্ট অ্যাটাক করে তরুণীর মৃত্যু
10-02-2025 04:21PM
![](/static/image/upload/news/2025/02/10/2099b2a006b2e6f2c9568743c16bbed4_2.jpg?w=550&h=350)