মানচিত্র নিয়ে মাহফুজের বক্তব্যের বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার

  24-12-2024 09:38PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের মানচিত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট সরকারের মতামত নয়, এটি তার একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস রাতে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের মানচিত্র নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। কয়েক ঘণ্টা পরে পোস্টটি ডিলিট করা হয়।

সেই প্রসঙ্গ উল্লেখ করে অপূর্ব জাহাঙ্গীর বলেন, মাহফুজ আলম ১৬ ডিসেম্বর রাতে যে পোস্টটি দিয়েছিলেন, পরে তিনি সেটি ডিলিট করেছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন