পিএনএস ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনে বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইতে এক সংবাদ সম্মেলেনে প্রেস সচিব বলেছেন, তারা (বিদেশি সংস্থাগুলো) এ বিষয়ে কী ধরনের লজিস্টিক সহায়তা চায় আমরা তা খতিয়ে দেখছি।’
এক প্রশ্নের জবাবে আলম বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।
প্রেস সচিব বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কীভাবে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো যায়।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাঁর দুবাই সফরের সময় প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সমস্যাগুলো শুনেছেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ভিসা ও শ্রম সংক্রান্ত বিষয় এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আলোচনা করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
এসএস
দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠাতে সরকারের অগ্রাধিকার: প্রেস সচিব
14-02-2025 07:40PM
![](/static/image/upload/news/2025/02/14/76eab0be978a4bb294ec1191897d5734_4.jpg?w=550&h=350)