পিএনএস ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ৭টি ড্রেজার, ১টি বাল্কহেডসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলাধীন ষাটনল ও কালিপুর-সংলগ্ন মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও থানা পুলিশের টিম অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে।
তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী নিয়মিত মামলা দায়েরে করেছে নৌ পুলিশ।
পিএনএস/রাশেদুল আলম
মেঘনায় অভিযান: ৭ ড্রেজার ও ১ বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
15-02-2025 11:49AM
![](/static/image/upload/news/2025/02/15/732a9f580975b6e2c86653503af87af3_15.png?w=550&h=350)