ভাড়ার কথা বলে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

  15-02-2025 11:52AM

পিএনএস ডেস্ক: পাবনার সাঁথিয়ায় সুজল (৩৮) নামে এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সুজল (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামানিকের ছেলে।

পরিবার জানায়, সুজল সম্প্রতি প্রায় ১ লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কেনেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় কে বা কারা। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফেরত আসে না। পরের দিন শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে সুজলের পরিবারের সদস্যরা ঘটনা স্থলে এসে মরদেহ শনাক্ত করে।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন