১৮ লাখ কোটির বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে আ. লীগ

  26-10-2024 08:47PM

পিএনএস ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে ১৮ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে, সেও ২ লাখ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে।

শনিবার বিকালে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। পুনরায় কোনো স্বৈরচার যেন সুযোগ না পায়, সেটা খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।

তিনি বলেন, শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে। এখনও নাকি তিনি পদত্যাগ করেননি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তার আবার দলিলিক প্রমাণ কিসের?

পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন