রাষ্ট্রপতিকে পদ ছাড়তেই হবে: হাসনাত আব্দুল্লাহ

  27-10-2024 07:30PM

পিএনএস ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় অস্বস্তির জায়গা তৈরি হয়েছে৷ তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে—এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ৷

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি৷

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ১২ দলীয় জোটও তাদের সাথে একমত৷ তবে কী প্রক্রিয়ায় এই অপসারণ হবে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের৷

রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির বক্তব্য প্রসঙ্গে হাসনাত বলেন, তারা বিছিন্নভাবে মতামত দিয়েছেন। সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হলে পরবর্তী সিদ্ধান্ত নেবে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি৷

এ সময় ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার আশা প্রকাশ করেন, বিএনপিসহ অন্যান্য সব রাজনৈতিক দল এই ইস্যুতে একমত হবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন