বৃষ্টির হুমকিতে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট

  16-08-2024 06:27PM

পিএনএস ডেস্ক: আর মাত্র ৪দিন পর ২১ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দু্ই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরইমধ্যে ম্যাচটিকে ঘিরে হুমকির কথা জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচটির ৫ দিনের (২১ আগস্ট থেকে ২৫ আগস্ট) সব দিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে বহুল প্রতিক্ষিত ম্যাচটি বাতিলও হয়ে যেতে পারে।

শুধু তাই নয়। রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে খেলা হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেটিতে প্রস্তুতিমূলক কাজও সময়মতো শুরু করতে পারেনি মাঠকর্মীরা। এমনকি পিচের কাজও করা যাচ্ছে না। যদিও কোন পিচে খেলা হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র।

পাকিস্তানের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে ও দ্বিতীয়টি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল। প্রায় তিন বছর পর ফের পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। সিরিজটি যাতে ভালোভাবে শেষ করা যায়, সেজন্য আবহাওয়ার উন্নতি কামনা করছে দুই দলই।

এবারের সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট করাচিতে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন