অস্ট্রেলিয়ায় ফাইনালে আকবর-শামীমরা

  18-08-2024 12:05PM




পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেমিফাইনালে এনটি স্ট্রাইককে ২১ রানে হারায় আকবর আলীর দল।

রোববার (১৮ আগস্ট) সকালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ এইচপি। জবাবে ৯ উইকেটে ১১৭ রানে আটকে যায় এনটি স্ট্রাইক। এতে ফাইনাল নিশ্চিত হয় আকবর-শামীমদের।

ডারউইনে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। অপর ওপেনার পারভেজ হোসেন ইমনকে টিকে থাকতে হয় লড়াই করে। ১৬ রান করে আউট হন ওয়ানডাউনে খেলতে নামা তানজিদ হাসান তামিম।

ভালো শুরুর পরও বেশি সময় স্থায়ী হতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ১৬ বলে ৪ চারে ২২ রান করে আউট এ বাঁহাতি ব্যাটার। ২৩ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে ইমনও ফেরেন সাজঘরে।

শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ এইচপি। ৩৪ বলে ৪১* রানের মারকুটে এক ইনিংস খেলেন বাঁহাতি এ ব্যাটার। এনটি স্ট্রাইকের হয়ে দুটি উইকেট নেন ম্যাট হ্যামন্ড।

জবাবে শুরুটা ভালো হয় অস্ট্রেলিয়ান ক্লাবটির। পাওয়ার প্লেতে দুই ওপেনার মিলে তোলেন ৪১ রান। ব্যক্তিগত ১৫ রানে আলিস আল ইসলামের শিকার হন ডি আরসি। রাকিবুল হাসান ফেরান আরেক ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে (৩৪)। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বাঁহাতি এ স্পিনার।

রিপন মণ্ডল ও আবু হায়দার রনির বোলিংয়ে দলীয় ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে এনটি স্ট্রাইক। শেষদিকে নামা কেলান মালাডের ১৯ রান পরাজয়ের ব্যবধান কমায়।

এদিকে দিনের আরেক সেমিফাইনালে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। ফলে শিরোপা জয়ের লড়াইয়ে বাংলাদেশ এইচপি খেলবে অ্যাডিলেডের বিপক্ষে। রোববার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ফাইনালে লড়বে দুদল।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন