ছক্কার মিছিলে হৃদয়-তামিমদের ছাড়িয়ে তানজিদের ইতিহাস

  22-01-2025 06:33PM

পিএনএস ডেস্ক: তানজিদ হাসান তামিম ব্যাট হাতে এমন মারমুখী হতে পারেন কে ভেবেছিলেন! প্রথম ৬ ম্যাচে মোটে ৮ ছক্কা মেরে মারকাটারি ব্যাটিংয়ের ভক্তকুলকে খুশি করতে পারেননি তিনি। তবে পরের চার ম্যাচে যেন অন্য তানজিদের দেখা মিলেছে।

বিপিএলে নিজের সবশেষ চার ম্যাচে তানজিদের ব্যাট থেকে এসেছে ২১টি ছক্কা। যার সাতটি আজ (বুধবার) চিটাগং কিংসকে হজম করতে হয়েছে।

সবমিলিয়ে চলতি বিপিএলে এখন পর্যন্ত তানজিদের ছক্কার সংখ্যা ২৮। আর তাতেই টুর্নামেন্টে ইতিহাস গড়া হয়ে গেছে তার। বিপিএলে এক মৌসুমে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার কীর্তি এখন এই ঢাকা ক্যাপিটালস ওপেনারের।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন আরেক তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল দেশসেরা ওপেনার তামিম ইকবালের দখলে। ২০১৯ বিপিএলে তার ব্যাটে ২৩ ছক্কার দেখা মিলেছিল।

তবে সবমিলিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে এখনো জ্বলজ্বল করছে এক বিদেশির নাম। সেই বিদেশির নাম নিশ্চয়ই পাঠকের অজানা থাকার কথা নয়। ওয়েস্ট ইন্ডিজের ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল ২০১৭-১৮ মৌসুমে ৪৭টি ছক্কা হাঁকিয়েছিলেন, যার ৩২টি এসেছে কেবল দুই ম্যাচে।

চলতি বিপিএলে ছক্কার মিছিলে তানজিদের পিছু ছুটছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। এখন পর্যন্ত ৮ ম্যাচে তার ব্যাটে ফলেছে ২৩টি ছক্কা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন