পিএনএস ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাটে কানন মোল্লা নামে এক গৃহকর্তার বিরুদ্ধে ঘরে ঢুকে গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মোল্লাহাট থানায় নির্যাতিতা ওই নারী মামলা দায়ের করেন।
বুধবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের শওকত মোল্লার ছেলে কানন মোল্লার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন এক গৃহবধূ (২১)। শুক্রবার সকালে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এমন সময় কানন মোল্লা তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে অত্যন্ত ভীতসন্ত্রস্ত ছিলেন বলেও জানান ভিকটিম। একপর্যায়ে মঙ্গলবার রাতে থানায় গিয়ে কানন মোল্লার নামে ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
মোল্লাহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে। বুধবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
ঘরে ঢুকে গৃহকর্মীকে ধর্ষণ
11-09-2024 10:54PM