পিএনএস ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের জালে আটকা পড়েছে একটি বিশাল অজগর সাপ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি অবমুক্ত করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বিকেলে নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যান। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি সাপ আটকে থাকতে দেখেন। পরে তারা নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান।
পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগরটি দেখতে আশপাশের মানুষ ভিড় করে। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অগজরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।
উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের ওপরে। ওজন প্রায় ৯ কেজি বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
তিনি জানান, গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়।
পিএনএস/রাশেদুল আলম
কৃষকের জালে আটকা পড়লো বিশাল অজগর
17-09-2024 08:53PM