পিএনএস ডেস্ক: দিনাজপুরে তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এ অঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসেছে। তাপমাত্রা ক্রমশ কমছে। তাপমাত্রা কমার পাশাপাশি হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। সকালে সূর্য উঠলেও প্রখরতা একেবারেই কম।
উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন।
পিএনএস/আনোয়ার
দিনাজপুরে তাপমাত্রা নামলো ১০ ডিগ্রির ঘরে
07-12-2024 09:38AM