পিএনএস ডেস্ক: গাজীপুরে এক পোশাক কারখানার শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে হারিকেন এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার সময় দিয়েও তাদের বেতন পরিশোধ করেনি।
রাত সাড়ে ১২টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকরা। এতে তিন ঘণ্টারও বেশি সময় মহাসড়কে আটকা অনেকে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তবে শ্রমিকরা কোনো আশ্বাসই মানতে রাজি হচ্ছেন না।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ওই কারখানার শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন পরিশোদের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা।
পিএনএস/রাশেদুল আলম
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
10-02-2025 01:14AM
![](/static/image/upload/news/2025/02/09/7fceab403da9cd012cd411be456fdd73_13.png?w=550&h=350)