ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  09-02-2025 01:41AM

পিএনএস ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তপুর কামারের দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত দুজনের নাম সুইট (২৫) ও নাহিদ (১৬) বলে জানা গেছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির জানান, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন