পিএনএস ডেস্ক: ফরিদপুরে নিখোঁজের এক দিন পর একটি বাড়ি থেকে সাত বছর বয়সী এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় গণপিটুনিতে মো. হায়দার মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার শিশুটি সরকারি চর নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর গণপিটুনিতে নিহত হায়দার মোল্লা সম্পর্কে শিশুটির চাচাতো দাদা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল। আজ বিকেল ৫টার দিকে হায়দার মোল্লার বাড়ির মাচার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করে এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হায়দারকে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, এর আগেও ধর্ষণের অভিযোগে হায়দার মোল্লা দীর্ঘদিন জেল খেটেছেন। এরপর তিনি মালয়েশিয়া চলে যান। সেখানেও নারী সংক্রান্ত জটিলতায় জেল খাটেন। এরপর মুক্তি পেয়ে গত দু-এক বছর আগে দেশে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, হায়দার মোল্লা গণপিটুনিতে মারা গেছে। পুলিশ জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তবে লোকজন বেশি হওয়ায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না তা মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যবে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএস
নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গণপিটুনিতে বৃদ্ধ নিহত
11-12-2024 08:15PM