পিএনএস ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম হারুন অর রশিদ ওরফে জুলহাস খান (২৭)।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজারে স’মিলের সামনে বেপরোয়া গতির বোগদাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।
জানা যায়, দুর্ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও সেখানে মারা যান জুলহাস। তিনি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী খান বাড়ির আব্দুল জলিল খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী বাকিলার খলাপাড়া গ্রামের শরীফ হোসেন জানান, বোগদাদ পরিবহনের বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালককে সজোরে ধাক্কা মেরে দ্রুতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেল চালক জুলহাস খানকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডে তার বোনের বাড়ি রয়েছে। সেই বোনের জামাই সম্প্রতি মারা যাওয়ায় তার বেকারি ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন জুলহাস।
প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ পশ্চিম বাজারের দ্য চিটাগাং বেকারিতে যাওয়া-আসা করে ব্যবসা পরিচালনা করতেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ সঙ্গীয় ফোর্স রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পিএনএস/রাশেদুল আলম
চাঁদপুরে বেপরোয়া গতির বাস কেড়ে নিল যুবকের প্রাণ
24-12-2024 01:59AM