ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

  03-01-2025 06:07PM

পিএনএস ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার হলিদানী গ্রামের বাস হেলপার মো. রাকিব (২৫) ও চুয়াডাঙ্গা জেলা সদরের সিএনবি পাড়ার আবুল হোসেনের ছেলে সুপারভাইজার মো. সবুজ (৩৫)।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসাড়া যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী একটি বাস অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় এতে বাসের হেলপার রাকিব ও সুপারভাইজার সবুজ (৩৫) মারা যায়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় আরো দুইজন নিহত হন। এ নিয়ে পৃথক দুর্ঘটনায় ৬ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন