দিনাজপুরে হিমেল হাওয়ার সাথে জেঁকে বসেছে শীত

  08-01-2025 05:41PM

পিএনএস ডেস্ক: হিমালয় থেকে আসা হিমেল হাওয়ার প্রভাবে দিনাজপুরে জেঁকে বসেছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে জেলায় হিমেল হাওয়ার প্রভাব না থাকলেও মঙ্গলবার বিকাল থেকেই বইছে হিমেল হাওয়া। যদিও তাপমাত্রা তেমন একটা কমেনি।

তবে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বলছেন, এই বাতাসের গতিবেগ বাড়ায় কমবে তাপমাত্রা।

দিনাজপুরে উত্তরের হিমেল বাতাস সক্রিয় হয়ে পড়েছে। ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বইছে। সকাল থেকেই ওঠেনি সূর্য। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কমে গেছে। আগামী ২-৩ দিনে এই অঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে। দিনের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

এদিকে, হিমেল হাওয়ায় বুধবার সকাল থেকে দেখা যায়নি সূর্য। ঘন কুয়াশার প্রভাব তেমন একটা না থাকলেও কুয়াশার প্রভাব রয়েছে। একইসঙ্গে আকাশে মেঘও দেখা যাচ্ছে। হিমেল হাওয়ার কারণে মানুষের প্রাণচাঞ্চল্য কমে যায়। দুপুরেও গরম কাপড় পরিধান করে চলাচল করতে দেখা গেছে। বিকাল ৪টার দিকে সূর্য উকি দিলেও নিষ্প্রাণ ছিল।

অটোচালক রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই বাতাস বইছে। ফলে রাস্তাঘাটে লোকজন কম, মানুষ বাড়ি থেকে কম বের হচ্ছে। হাত-পায়ে ঠাণ্ডাও লাগছে। আয় কমে গেছে।

আলী আকবর জানান, হিমেল বাতাসের সাথে ঠাণ্ডা পড়ায় কাজে আসতে চাইছে না কেউ। বোরো ধানের বীজতলার চারা অনেকটা বড় হয়েছে। এখন জমি তৈরি করতে হবে। কয়েকদিন ধরেই লোক খুঁজতেছি, পাচ্ছি না।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার। তবে সকাল ৯টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। যেখানে তাপমাত্রা একই থাকলেও বাতাসের গতিবেগ বৃদ্ধির কথা উল্লেখ করা হয়। সকাল ৯টায় বাতাসের গতিবেগ ছিল ৮ থেকে ১০ কিলোমিটার বেগে। এতে করে দিনের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, মঙ্গলবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাস সক্রিয় হয়ে পড়েছে এবং বাতাসের গতিবেগ বেড়ে গেছে। এটা ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে, তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন