ঘোষণা ছাড়াই বন্ধ পৌরসভার কার্যক্রম, সেবা প্রত্যাশিদের ভোগান্তি

  08-01-2025 06:46PM

পিএনএস ডেস্ক: কোন প্রকার ঘোষণা ছাড়াই গাইবান্ধা পৌরসভার কার্যক্রম বন্ধ রেখেছেন পৌর কর্তৃপক্ষ। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। ফলে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা। কখন আসবে এ প্রতীক্ষায় অনেককে ভবনের বাহিরে অপেক্ষা করতে দেখা গেছে।

সরেজমিনে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে গিয়ে দেখা যায় পৌরসভার প্রধান ফটক তালা বন্ধ। পকেট গেট দিয়ে প্রবেশ করছেন সেবাগ্রহীতারা। ভবনের গেটও চাপানো। রিসিপশনে লোক নাই। ভবনের ভেতরে গিয়ে সেবাগ্রহীতারা বিভিন্ন শাখার সামনে গিয়ে তালা বন্ধ দেখে ফিরে আসছেন। কেউ নেই সেখানে। নেই কোন নোটিশ। ভবনের কর্মকর্তা কর্মচারীরা উধাও। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা পৌরবাসী।

পৌরসভায় সেবা নিতে আসা এটিএম রেজাউল করিম সুমন বলেন, জন্মনিবন্ধন নিতে আসছি, এসে দেখি কেউ নাই। বিভিন্ন শাখা ঘুরেও কোন লোক পেলাম না জিজ্ঞাসা করার মত। শেষে পরিচিত একজন মোবাইল ফোনে বললেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা স্টেডিয়ামে গেছেন, কি যেন খেলা হচ্ছে সেখানে। তিনি বলেন, এ কেমন কথা কেউ থাকবে না সেজন্য? আমরা সেবাগ্রহীতারা কেমনে সেবা পাবো? এখানে কোন নোটিশ টাঙানো নাই জানান তিনি।

পৌর শহরের ৪ নং ওয়ার্ডের হামিদা বেগম বলেন, রাস্তা দখলমুক্ত করতে আবেদন নিয়ে পৌরসভায় এসেছি। কিন্তু কাউকেই পেলাম না। তাই ফিরে যাচ্ছি।

এমন হয়রানির শিকার হয়েছেন শহরের মজিরব রহমান, হাসনা বেগম, ফারজানা আক্তারসহ আরও অনেকেই। তারা অভিযোগ করে বলেন, আমরা সেবা না পেয়ে ফেরত যাচ্ছি। আগে জানিয়ে দিলে আমরা আজ আসতাম না।

পৌরসভার একটি সূত্র জানিয়েছেন, স্যাররাসহ সবাই স্টেডিয়াম মাঠে গিয়েছেন। সেখানে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এ খেলায় পৌরসভারও একটি টিম অংশগ্রহণ করেছেন। তাই পৌর কর্তৃপক্ষ অফিস তালা বন্ধ করে মাঠে আছেন। এদিকে সেবাগ্রহীতারা সেবাগ্রহীতারা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

এ ব্যাপারে গাইবান্ধা পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার বলেন, আমরা সবাই খেলা দেখার জন্য স্টেডিয়াম মাঠে গিয়েছিলাম। এখানে লোকও রেখে গিয়েছিলাম সেবাগ্রহীতা আসলে তাদেরকে দুপুরের পরে আসতে বলতে। দুপুরের পর থেকে সেবাগ্রহীতাদেরকে সেবা দেওয়া হচ্ছে জানান তিনি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন