জয়পুরহাটে হিমাগারে ডাকাতি

  08-01-2025 06:53PM

পিএনএস ডেস্ক: জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী এলাকায় আরবি প্যাসালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড নামক একটি আলুর হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৈশ্য প্রহরি রফিকুল ইসলাম নামে একজন আহত হয়েছে। এ ঘটনায় দুপুর ২ টায় সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হিমাগারের ভিতরে এসে হামলা করে। একপর্যায়ে তারা হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, সহকারী অপারেটর জুয়েল রানা, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও লুৎফর রহমান, ফোরম্যান শাহজাহানসহ মোট ৭ জনকে হাত ও পা বেঁধে মারধর করে। সিকিউরিটি গার্ড রফিকুল ইসলামের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। একপর্যায়ে ডাকাতরা হিমাগারের ওই ৭ জনকে ফোরম্যান শাহজাহানের শোবার ঘরে আটকিয়ে রাখেন। এরপর ডাকাতরা পর্যায়ক্রমে অফিস কক্ষে প্রবেশ করে আলমিরার ড্রয়ার ভেঙ্গে নগদ সাড়ে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল আবার হিমাগারের মেশিন কক্ষে প্রবেশ করে ৫০০ কেভির ট্রান্সফরমারের মূল্যবান তামার তার, কমপ্রেসার ট্রান্সফরমার ১৭০ কেভির ৫টি, ব্লয়ার ও নিটকুলার মোটর ৮টিসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। এছাড়া অফিস কক্ষের টেবিল ও আলমিরার ড্রয়ার তছনছ করে কম্পিউটার লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে হিমাগারের মেশিন ঘরের দিকে যাওয়ার সময় ১৫-১৬ জন ডাকাত আমার সামনে আসে। তখন আমি চিৎকার করলে ডাকাতরা আমার মাথায় স্যালাই দিয়ে আঘাত করে। এরপর আমাকে ফোরম্যানের ঘরে নিয়ে বেঁধে রাখে। পরে সবাইকে নিয়ে এসে ওই ঘরে আটকে রাখে। আজ সকালে সকালে আমাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

হিমাগার মালিক প্রদিব কুমার প্রসাদ বলেন, ডাকাতরা রাত সাড়ে ১২টার দিকে প্রবেশ করে ভোর ৫ টার দিকে প্রায় নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারপিটে একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছে।

ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিমাগারের পক্ষ থেকে এখনও অভিযোগ করেনি, তবে বিকেলে অভিযোগ করবে বলে জানান ওসি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন