পিএনএস ডেস্ক: কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় পাঁচ কাঠুরিয়াকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমাপাড়া পূর্বপাশের পাহাড়ি এলাকায় বুধবার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
অপহরণের শিকার পাঁচ কাঠুরিয়ারা হলেন—টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া ও বাইন্ন্যাপাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে আবুইয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, সকালে বাইন্ন্যাপাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। হঠাৎ একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ কাঠুরিয়াকে ধরে নিয়ে যায়। বাকিগুলো ফিরে আসলেও তাদের খোঁজ-খবর পাওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, পাঁচজন কাঠুরিয়াকে কিছু অস্ত্রধারী ধরে নিয়ে যায়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
টেকনাফের পাহাড় থেকে ৫ কাঠুরিয়াকে অপহরণ
06-02-2025 01:23AM