পিএনএস ডেস্ক: নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতা শহরের কান্দিভিটুয়াস্থ শিমুলের বাসভবনে আগুন দেয়।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শিমুলের বাড়িতে যায় তারা। সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে মাইকে গান দিয়ে নাচানাচি করেন তারা। সংবাদটি লেখা পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিমুলের বাসভবনেই অবস্থান করছেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, আসলে বাড়িটিতে তো কিছুই নেই। খবর পেয়েছি সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররাসহ অন্যান্য লোকজনও রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
পিএনএস/রাশেদুল আলম
নাটোরে সাবেক এমপি শিমুলের বাড়িতে আগুন দিলো ছাত্র-জনতা
06-02-2025 02:11AM
![](/static/image/upload/news/2025/02/05/7d7f541a758233e90999dd3cc18342af_19.png?w=550&h=350)