পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। ধানমন্ডি ৩২ নম্বরের পৈত্রিক বাড়ি ভাঙচুরের পাশাপাশি এর প্রভাব পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ডও খুলে ফেলেছে প্রতিষ্ঠানটির কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিএসএমএমইউ’র সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর আরও একাধিক স্থান থেকেও বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা।
বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়টি এখনও বঙ্গবন্ধুর নামে থাকায় শিক্ষার্থী, চিকিৎসক-কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু আজ ধানমন্ডি ৩২ নম্বরের উত্তাপে রাত ১২টার দিকে একদল কর্মকর্তা-কর্মচারী বঙ্গবন্ধু নামের সাইনবোর্ড খুলে ফেলে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের কোন ক্ষোভ নেই। কিন্তু তার কন্যা গণহত্যা চালিয়ে দেশের পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে, এখন আর আমাদের কিছুই করার নেই। যদি সবাই নাম পরিবর্তনের দাবি উঠায়, তাহলে হয়তো আমাদেরও সেই পথে হাঁটতে হবে।
পিএনএস/রাশেদুল আলম
বিএসএমএমইউ থেকে নামিয়ে ফেলা হলো বঙ্গবন্ধু নামের সাইনবোর্ড
06-02-2025 02:09AM