বরিশালে শেখ হাসিনার ভাইয়ের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা

  06-02-2025 02:07AM

পিএনএস ডেস্ক: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনের সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্র-জনতা। রাত সোয়া ১টার দিকে বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করে তারা।

প্রথমে ভবনের গেটে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে জনতাকে শান্ত থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে। যদিও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন কম্পাউন্ডে ঢুকে পরে। এ সময়ে সমাবেত জনতাকে আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, বরিশালের কালীবাড়ির এই ভবনটি টর্চারসেল হিসেবে ব্যবহার করতেন সাদিক আব্দুল্লাহ। ভবনটি ফ্যাসিবাদের আস্থানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্থানা রাখতে চাই না। বুলডোজার নিয়ে এসেছি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ইয়াকুব মিয়া নামে একজন বলেন, সাদিক আব্দুল্লাহর এই বাড়ি মানুষ শোষণের চিহ্ন। আমরা অভিশপ্ত এই বাড়ি আর রাখতে চাই না। ভেঙে গুড়িয়ে দিতে বরিশালের ছাত্র-জনতা এসেছে। সেনাবাহিনী আমাদের আটকাতে চেয়েছিল। তাদের বাধা টপকে আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। আমরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেন। সেই ভাষণরে প্রতিবাদে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার পর বরিশালেও সাদিকের ভবন গুড়িয়ে দিতে বুলডোজার আনা হয়। বরিশালের কালীবাড়ির এই ভবনটি স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম পরিষদের মন্ত্রী ও বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাতের বাড়ি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে নিহত হন।

এরপর থেকে বাড়িটিতে থাকতেন তার ছেলে ও শেখ হাসিনার ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ। তবে হাসানাতের বড় ছেলে সাদিক আব্দুল্লাহ রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনিই থাকতেন সেরনিয়াবাত ভবনে। ৫ আগস্ট সাদিক আব্দুল্লাহ পালিয়ে যান। ওইদিন উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন দিলে সেখানে আটকা পরে সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ তিনজন নিহত হন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন