দুদিন ধরে নিখোঁজ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা

  08-02-2025 10:32AM

পিএনএস ডেস্ক: রহস্যজনকভাবে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহ-সম্পাদক।

এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কলাপাড়া থানায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি নিখোঁজ হন।

রবিউল আউয়াল অন্তর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আন্দোলন করছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কলাপাড়া উপজেলা সদরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে কলাপাড়া থানা-পুলিশ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া মাদ্সারা-সংলগ্ন সড়ক থেকে তার মোটরসাইকেল পার্কিং করা অবস্থায় এবং কিছু দূরে হেলমেট উদ্ধার করে।

এ ব্যাপারে অন্তরের বড় ভাই তুষার আল মামুন বলেন, আমার ভাইয়ের কলাপাড়া প্রেসক্লাব মার্কেটে একটি ডিজিটাল প্রিন্টিং প্রেসের ব্যবসা রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিল। পরে গভীর রাতে থানা থেকে ফোন পেয়ে নিখোঁজ হওয়ার খবর জানতে পারি।

আমরা আতঙ্কে আছি মন্তব্য করে অন্তরের বাবা সোলায়মান মৃধা বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিপূরণসহ আট দফা দাবি আদায়ে আন্দোলন করছিল আমার ছেলে। এসব কারণে তাকে কেউ ধরে নিয়ে গেছে কি না, কিছুই বুঝতে পারছি না।

২৪ ঘণ্টার মধ্যে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে লোন্দা খেয়াঘাট এলাকায় মানববন্ধনের কর্মসূচি ছিল। অন্তরসহ সদস্যরা কয়েক দিন ধরে এ কর্মসূচি নিয়ে কাজ করছিলেন। নিখোঁজের পেছনে এসব কারণ থাকতে পারে বলে আমাদের ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মোটরসাইকেলটি মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অন্তরকে খুঁজে পেতে অভিযান চলছে বলেও জানান তিনি।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন