পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ২ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২ কনস্টেবলের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলার বাদী জেলা গােয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সোহেল আহমদ।
গ্রেপ্তারকৃত কনস্টেবলরা হলেন- শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালানো হয় শহরের কাউতলী এলাকাস্থ ভাড়া বাড়িতে। সেসময় ৬৭ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন নামের দু'জন কন্সটেবলকে আটক করে। পরে সেখান থেকে সদর মডেল থানায় হস্তান্তর করে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, তদন্তে ঘটনা বেরিয়ে আসবে। ২ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে, মামলাও হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
পিএনএস/রাশেদুল আলম
গুলি-ভারতীয় শাড়িসহ ডিবির ২ কনস্টেবল গ্রেপ্তার
13-02-2025 10:25AM