পিএনএস ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে মেহজাবিন আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মোহাম্মদ উল্লাহর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহজাবিন ডিম খাচ্ছিল। এ সময় তার গলায় ডিম আটকে গেলে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েয়ে, খাওয়ার সময় শিশুটির গলায় ডিম আটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির দম বন্ধ হয়ে মারা যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি জানা নেই।
পিএনএস/এএ
গলায় ডিম আটকে দুই বছর বয়সী শিশুর মৃত্যু
13-02-2025 10:37PM
![](/static/image/upload/news/2025/02/13/17cd2d5abfcc017a78a60e1770c9b7c8_2.jpg?w=550&h=350)