পিএনএস ডেস্ক : ফরিদপুরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ডাঙ্গী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫০ জনের মতো বরযাত্রী ছিল। এদের প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। বাকী ১০ জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। বাসটির রেজিস্ট্রেশন নম্বর রাজবাড়ী-ব-১১-০০১৯। পথে ভবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, ঘটনা ঘটার পর স্থানীয়দের সহায়তায় সবাইকে দ্রুততম সময়ের মধ্যে বাস থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বাসের মধ্যে আটকা পড়েছিল সহকারী। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।
পিএনএস/এএ
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪০
15-02-2025 01:57AM
![](/static/image/upload/news/2025/02/14/642b0d674e10ee7af985c458d2e8c3cb_2.jpg?w=550&h=350)