পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ (৪০) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে।
জানা গেছে, আবুল কালাম আজাদ আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি পলাতক ছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আবুল কালাম রাজাপুর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পিএনএস/রাশেদুল আলম
আমির হোসেন আমুর সহকারী কালাম গ্রেপ্তার
15-02-2025 09:14AM
![](/static/image/upload/news/2025/02/15/0150125cc4382a8b3ed0dbc577c4f31a_04.png?w=550&h=350)