পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

  17-02-2025 05:46PM

পিএনএস ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাদের মৃত্যু হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন