‘এটাই মানবতা এটাই উদারতা, যাদের বুঝতে অসুবিধা তাদের মস্তিষ্ক অনুভূতি বিষাক্ত’

  09-09-2017 08:45AM


পিএনএস ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগানের ঢাকা সফর এবং কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণকে ঢাকার কয়েকজন সাংবাদিক বাঁকা চোখে দেখেছেন। এ নিয়ে তারা নিজেদের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে বিষোদগার করেছন।

এরই প্রতি ইঙ্গিত করে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

ড. নজরুল তার স্ট্যাটাসে বলেন, ‘তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগানের স্ত্রী এবং দেশটির কয়েকজন মন্ত্রী বাংলাদেশে এসে রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এটাই মানবতা, এটাই উদারতা।’

‘অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মায়ানমারের গণহত্যাকারী শাসকদের পাশে দাড়িয়েছেন। এটা অমানবিকতা, এটাই সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ!’

‘এই নির্জলা সত্যি কথাটা যাদের বুঝতে অসুবিধা হয়- তাদের হৃদয়, মস্তিষ্ক, অনুভূতি সবকিছু বিষাক্ত হয়ে গেছে সম্ভবত।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন