স্লো ওভার-রেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার

  12-02-2018 02:04AM

পিএনএস ডেস্ক: স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হল অধিনায়ক এডেন মারক্রামের। ভারতের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-র ঘটনা। এক ওভার সময় বেশি নেয় দক্ষিণ আফ্রিকার বোলিং। যে কারণে মারক্রামের সঙ্গে সঙ্গে ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে দলের বাকি প্লেয়ারদেরও।

শনিবার জোহানেসবার্গে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পেক্রফট এক ওভার পিছিয়ে বল করার জন্য এই শাস্তির কথা ঘোষণা করেছেন। আইসিসির ধারা ২.৫.১ অনুযায়ী ওভার-রেট অফেন্সের জন্য প্লেয়ারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ আর অধিনায়কের দ্বিগুন জরিমানা হয়।

আগামী ১২ মাসের মধ্যে যদি মারক্রামের অধিনায়কত্বে আবারও স্লো ওভার-রেটের আওতায় পরে দক্ষিণ আফ্রিকা তা হলে নির্বাসিত হতে হবে। মারক্রাম তাঁর ও তাঁর দলের ভুল মেনে নিয়েছেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন