নেইমারদের ওপর ক্ষেপেছেন ব্রাজিল সমর্থকরা

  27-05-2018 02:53AM

পিএনএস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে যাওয়ার আগে শেষবারের মত শনিবার নিজেদের মাটিতে প্রস্তুতি ক্যাম্পে অংশ নেয় ব্রাজিলের খেলোয়াড়েরা। এরপরে বিশ্বকাপ প্রস্তুতি উপলক্ষে তারা ঘাঁটি গাড়বে ইউরোপের লন্ডনে। নিজেরদের মাটিতে প্রস্তুতির শেষদিন বলে ব্রাজিলের বেশ কিছু দর্শক-সমর্থককে প্রস্তুতি মাঠে ঢুকতে দেয়া হয়। তার আগে মোটামুটি বেশ লুকিয়েই নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছিল ব্রাজিল দল। অনেকেই ব্রাজিল কোচ তিতের ট্যাকটিস হিসেবে বিবেচনা করছে এই গোপন প্রস্তুতির বিষয়টাকে।

এখন পর্যন্ত প্রস্তুতিমূলক ক্যাম্পে ঘেষতে পারছে না কোন সংবাদকর্মী এবং ব্রাজিলের সমর্থকরা। এ কারণে এ বিষয়টা নিয়ে নেইমারদের ওপর বেজায় চটেছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। শেষ দিনে তাই মাঠে ঢুকতে পেরে, নিজেদের দলের প্রস্তুতি নিয়মিত দেখতে না পারার হতাশায় রীতিমত ধুয়ো ধ্বনি দিতে থাকে কিছু সমর্থক।

টেরেসোপলিসের গ্রাঞ্জা কোমারিতে মোটামুটি ২০০ জন সমর্থক সুযোগ পেয়েছিল দলের শেষ দিনের প্রস্তুতি দেখার জন্য। প্রস্তুতি ক্যাম্পে ঢুকতে না পেরে অনেকে আবার ঝামেলায় জড়িয়ে পড়ে পুলিশের সাথে। তবে যারা ঢোকার সুযোগ পেয়েছিল, প্রস্তুতি ক্যাম্পেই তারা নিজেদের রাগ ঝাড়তে শুরু করে, অন্যদিনগুলোতে কেন ঢুকতে দেয়া হয়নি এ জন্য। এ কারণে ব্রাজিল দলকে তারা ধুয়ো ধ্বনি দিতে থাকে।

গত বিশ্বকাপে নিজেরদের ঘরের মাঠে সেমি ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডোবে স্বাগতিক দেশ ব্রাজিল। ব্রাজিলিয়ানরা ক্ষিপ্ত হয়ে সেই কথাকেই মনে করিয়ে দিয়ে ব্রাজিল খেলোয়াড়দের উদ্দেশ্য করে ৭-১, ৭-১ বলে স্লোগান দিতে থাকে।

নিজেদের ছয় নাম্বার বিশ্বকাপ অর্জনের লক্ষ্য নিয়ে সোমবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সেলেসাওরা। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জুনের ৮ তারিখ পর্যন্ত সেখানেই ঘাঁটি গাড়বে তিতের শীর্ষরা!

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন