যে কারণে এই বছর মাঠে গড়াচ্ছে না বিপিএলের লড়াই!

  30-07-2018 08:16AM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলের আগামী আসরে মাঠের লড়াই শুরু হওয়ার কথা ছিলো ৫ অক্টোবর। কিন্তু ডিসেম্বরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছর আর মাঠে গড়াচ্ছে না জনপ্রিয় এই টি-টোয়েন্টি লীগ। নতুন সূচি অনুসারে সেটি পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় মিরপুর বিসিবি কার্যালয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, ৩৪ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দেশি বিদেশিসহ মোট ৪জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। আর ভেন্যু হিসেবে থাকবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামগুলো। এছাড়া অক্টোবরে প্লেয়ার ড্রাফট করা হবে।

তবে প্রতিটি দল কতজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি। পরবর্তী কোনো সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন