পাকিস্তানি পেসারের কাণ্ড

  11-08-2018 03:59PM

পিএনএস ডেস্ক: উইকেট শিকারের পর বোলারদের উদযাপনটা স্বাভাবিক। কিন্তু তা মাত্রা ছাড়িয়ে গেলেই বাধে বিপত্তি। এবার তেমনই এক কাণ্ড করে বসেছেন পাকিস্তানি পেসার সোহেল তানভির। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে তার উইকেট উদযাপন নিয়ে সমালোচনার ঝড় বইছে।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বৃহস্পতিবার মাঠে নামেন সোহেল। ১৭তম ওভারের ঘটনা। বল হাতে আসেন সোহেল। স্ট্রাইকে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেন কাটিং। সোহেলের ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে বসেন তিনি। তাতে ক্ষিপ্ত হয়েছিলেন এই পেসার, যার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন পরের ওভারে উইকেট শিকারের পর।

দুর্দান্ত এক ইয়র্কারে কাটিংয়ের উইকেট তুলে নেন সোহেল। তারপর অশালীন ভঙ্গিতে উদযাপন করেন। যা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে অনেক।

আর এই কাণ্ডের জন্য আইসিসি তার ম্যাচ ফি'র ১৫ শতাংশ কেটে নিয়েছেন। শাস্তি মাথা পেতে নিয়েছেন সোহেল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন