ভিসা জটিলতায় তামিম ও রুবেল

  10-09-2018 10:04AM

পিএনএস ডেস্ক : এশিয়া কাপ খেলতে আজ সন্ধ্যায় দুবাই রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি দুই নির্ভরযোগ্য ক্রিকেটার তামিম ইকবাল ও রুবেল হোসেন। না যেতে পারার তালিকায় আছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদও।

কারণ তাঁদের হাতে এসে পৌঁছায়নি ই-ভিসা। বিসিবি সূত্র অবশ্য জানিয়েছে, তিনজনের ভিসাই আগামীকাল অথবা পরশুর মধ্যে চলে আসবে। এরপরই দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন তাঁরা।

তাঁরা ছাড়াও দলের সঙ্গে যাননি সাকিব আল হাসানও। যুক্তরাষ্ট্র থেকে দলের আগেই দুবাই পৌঁছে যাওয়ার কথা তাঁর। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে দেশে ফেরা মাহমুদউল্লাহ দলের সঙ্গেই গেছেন। দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমকে শুনিয়ে গেছেন আত্মবিশ্বাসের কথা। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাওয়া মেহেদি হাসান মিরাজও শুনিয়েছেন প্রত্যাশার কথা, ‘এটা আমার প্রথম এশিয়া কাপ।

লক্ষ্য থাকবে দলের জন্য যা দরকার ততটুকু দেওয়ার। আমরা শেষ তিন এশিয়া কাপের দুটিতেই ফাইনালে খেলেছি। প্রত্যাশা থাকবে ভালো করার, আমাদের টিম কম্বিনেশন সব কিছুই ভালো আছে। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন