আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক

  28-11-2018 02:33PM

পিএনএস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে দুঃসংবাদ শোনা যাচ্ছে।বুধবার(২৮ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করার সময় চোট পেয়েছেন তিনি। আর এ কারণে ঢাকা টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ।

বুধবার অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন মুশফিক। তার চোটের ব্যাপারে এক্স-রে রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। তবে দেবাশিষের ধারণা, টাইগার উইকেটরক্ষকের এই চোট গুরতর নয় ।

তার চোটের বিষয়ে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, মুশফিকুর রহিমের না খেলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সামান্য চোট পেয়েছেন।

এর আগে, কাঁধের ইনজুরিতে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস বাদ পড়ায় দলে স্কোয়াড সংখ্যা হয়েছে ১৩ জনের।মুশফিকুর রহিম যদি এখন খেলতে না পারেন, তা হলে এ সংখ্যা দাঁড়াবে ১২ জনে। সে ক্ষেত্রে জরুরি ভিত্তিতে তার পরিবর্তিত খেলোয়াড় নিতে হবে নির্বাচকদের।

আঘাত গুরুতর নয়, তবে টিম ম্যানেজম্যান্ট আশাবাদী সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে মুশফিক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন