কর ফাঁকির মামলায় মরিনহোর জেল-জরিমানা

  06-02-2019 12:23PM




পিএনএস ডেস্ক: কর ফাঁকির মামলায় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। কারাদণ্ডের পাশাপাশি ২.২ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে।

অবশ্য এ রায়ে মরিনহোকে কারাদণ্ড ভোগ করতে হবে না। কারণ স্পেনের আইন অনুযায়ী ফৌজদারি মামলা ব্যতীত প্রথমবার দুই বছর বা তার কম সময় কারাদণ্ড পেলে জেলে যেতে হয় না অপরাধীকে।

জানা গেছে, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত থাকা রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ২০১১ ও ২০১২ সালে ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেন।

এরপরে ২০১৬ সালে মরিনহোর কর ফাঁকির ব্যাপারটি প্রকাশ করে ‘ফুটবল লিকস’। যদিও সে সময়ে নিজের উপর ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। চক্রান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ উড়িয়ে দেন মরিনহো।

তবে গত বছর এ ঘটনায় মরিনহোর বিরুদ্ধে মামলা করেন স্পেনের কৌসুলিরা। এক বছর তদন্ত চলার পর গতকাল মঙ্গলবার আদালত এ রায় দেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন